চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর নতুপাড়া গ্রামের মোহাম্মদ মন্ডলের ছেলে মিরাজুল ইসলাম অরফে বড়ো খোকা (৪৭) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে সন্তোষপুর বোয়ালমারীর ময়নাখালির মাঠ নামক স্থানে মেহগনি গাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়। ফজরের নামাজের পর কৃষকেরা মাঠে মুগ তুলতে গেলে মেহগনি গাছে একটি লাশ ঝুলতে দেখে পার্শ্ববর্তী গ্রামের লোকজনকে খবর দিলে লোকজন এসে লাশ দেখে সনাক্ত করে। পরে জীবননগর থানায় খবর দিলে জীবননগর থানার এসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বড় খোকার ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়ে দেন ময়না তদন্তের জন্য। এই ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান, সন্তোষপুর বোয়ালমারী মাঠ থেকে মেহগনি গাছ থেকে একটি গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এই ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।