বুধবার, ২৫ মে ২০২২, ০৭:১৪ অপরাহ্ন
মোহরায় দুর্বত্তের ছুরিকাঘাতে যুবক নিহত চট্রগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার কামাল বাজার কবির টাওয়ারের সামনে দুর্বত্তের ছুরিকাঘাতে মো. আরফাত (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২১ মে) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত আরফাত একজন শিপ ইয়ার্ড কর্মী। সে দক্ষিন মোহরার কালামিয়া সওদাগর বাড়ির বাসিন্দা মৃত নুর হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূ্ত্রে জানা যায়, ইফতারের পর পর কে বা কারা কবির টাওয়ারের সামনে আরফাতের উপর হামলা করে। দুর্বত্তরা আরফাতের পেছন দিক থেকে ঘাড়ের উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং কাঁধের এক পাশে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বত্তের ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হয় আরফাত। স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।