বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৪৯ অপরাহ্ন
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধ..
গলাচিপা উপজেলার কালারাজা গ্রামের সামসুল পহলান এ বছর প্রায় আধ কানি জমিতে ব্রি ৪৮ ধান বপন করেন।তিনি স্হানীয় কৃষি অফিস এর পরামর্শে রবি ফসল কম আবাদ করে ব্রি ৪৮ ধান আবাদ করেন।এতে তার প্রতি করা(কাঠা) প্রায় ১ থেকে দেড় মন ধান উৎপাদন হয়েছে। তিনি জানান গত দুইবছর যাবৎ রবি ফসল ঘরে উঠানোর সময় বন্যা না হয় জোয়ারে ফসল তলীয়ে যায়।তাই আমি বিকল্প রাস্তা হিসেবে এই ধান আবাদকে বেছে নেই।এতে আমার খরচের চেয়ে দুইগুন বেশি লাভ হয়।এ বছর ধানের দাম খুব কম এ এলাকায় তাই খুব বেশি বিক্রি করবোনা।আমি আগামীতে এ ব্রি ধান বপন করবো ইনশাআল্লাহ।এ বসর আমার দেখাদেখি আর ৫ জন কৃষক ব্রি চাষে উৎসাহিত হয়েছে”