বুধবার, ১৮ মে ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি: পৃথিবীর মায়া ত্যাগ করা পরলোকগমন করলেন শ্রদ্ধেয় ধীরেন স্যার। বানারীপাড়া ইউনিয়ন ইনিষ্টিটিউশন পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু ধীরেন্দ্রনাথ মন্ডল ৬ মে’১৮ রবিবার রাত ১১.৪০ মিনিটে বরিশাল তার মেয়ে শীলা মন্ডলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বানারীপাড়া ইউনিয়ন ইনিষ্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেও গ্রহণ করেননি মুক্তিযোদ্ধা সনদ। মৃত্যুকালে তিনি তার সহধর্মীনী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। তার বাড়ি ঝালকাঠি জেলার বিনয়কাঠী গ্রামে হলেও তিনি জীবনের পুরোটাই কাটিয়েছেন বানারীপাড়ায় উপজেলায়। আজ ঝালকাঠি জেলার বিনয়কাঠী গ্রামে তার সৎকার করা হবে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, সহকর্মী আব্দুল হাকিম স্যার, আলহাজ্ব আক্কাস আলী খান, আব্দুল মন্নান স্যার, আব্দুল করিম স্যার, কর্মস্থলে বর্তমানে কর্মরত হরেকৃষ্ণ স্যার, অপূর্ব লাল অপু, ওয়াজেদ আলী খান, আব্দুর রহমান স্যার সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বানারীপাড়া ইউনিয়ন ইনিষ্টিটিউশনের ৯৭ ও ৯৮ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ। এছাড়া সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি এস. মিজানুল ইসলাম, সম্পাদক পার্থ প্রতীম চন্দ সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।