বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৮:২৮ অপরাহ্ন
আজিজুল ইসলাম : এনজিও সংস্থা “আশা” গোগা বাজার শাখার উদ্যোগে
শার্শার গোগা গ্রামের জেসমিন বেগম নামে এক মহিলাকে ব্রেস্ট ক্যান্সার
অপারেশন এর জন্য নগদ ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
জেসমিন বেগম গোগা গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী। সে আশা সমিতির
বনফুল দলের সদস্য। আশা গোগা ব্রাঞ্চের ফিলড অফিসার হাফিজুর
রহমান জানান, আশা সমিতির বনফুল দলের সদস্য জেসমিন বেগম ব্রেষ্ট
ক্যান্সারে আক্রান্ত হলে তাকে আশা’র পক্ষ থেকে তার চিকিৎসা সহায়তা প্রদান
করা হয়।
বুধবার বিকেলে আশা সমিতির গোগা বাজার শাখার নিজস্ব কার্যালয়ে স্থানীয়
চেয়ারম্যান আব্দুর রশিদ জেসমিন বেগমের হাতে ১০ হাজার টাকার
চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন। এসময সেখানে আশা সমিতির এরিয়া
ম্যানেজার মাজেদুল হক ও ব্রাঞ্চ ম্যানেজার শরিফ মাহমুদ উপস্থিত
ছিলেন।