রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৭:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য,পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক মন্ত্রী,বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আবদুল্লাহ দীর্ঘ ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে গতকাল বাসায় ফিরেছেন। রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল থেকে সোমবার দুপুরের পরে প্রাইভেটকার যোগে তিনি সংসদ ভবন এলাকার বাসভবনে চলে যান।বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফেরা নিয়ে উচ্ছ্বাসিত বরিশাল বিভাগীয় নেতাকর্মীরা। অনেকেই তার বাসায় ফেরার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে পোস্ট দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। এছাড়াও তার সুস্থ হয়ে বাসায় ফেরার খবরটি বেশ ভাইরাল হয়েছে। তার সুস্থ হওয়ার খবরটিতে দক্ষিনাঞ্চলের আওয়ামী নেতাকর্মীদের বেশ উল্লাসিত দেখা গেছে।
উল্লেখ্য রাজধানীর ঢাকার বাসায় অবস্থানকালে গত ২৯ সেপ্টেম্বর আবুল হাসানাত আব্দুল্লাহ’র বুকে ব্যাথাসহ শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনেরা উদ্ধার করে পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষক কেন্দ্রে রেখে পরীক্ষা নিরীক্ষায় তার হৃদপিন্ডে দুটি ব্লক ধরা পড়ে। একদিন বাদে হৃদযন্ত্রে দুটি রিং বসানো হয়। এর পরে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে।