বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক।।
প্রায় তিন দশক পেশাদার রেসলিং রিংয়ে রাজত্ব। অবশেষে সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে (ডব্লিউডব্লিউই)-কে বিদায় জানালেন ‘দ্য আন্ডারটেকার’।
প্রকৃত নাম মার্ক উইলিয়াম কালাওয়ে হলেও দ্য আন্ডারটেকার নামে বিশ্বে পরিচিত তিনি। দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে বহু চড়াই-উতরাই পেরিয়ে আজও সমান জনপ্রিয় তিনি।
নিজের তথ্যচিত্র ‘দ্য লাস্ট রাইড’ এর শেষ এপিসোডে আন্ডারটেকার বলছেন, কখনও বিদায় বলা উচিত নয়। কিন্তু আমার আর রিংয়ে ফেরার কোনও ইচ্ছে নেই। আমার বোধ হয় এবার সত্যিই বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে।
এর কারণ হিসেবে তিনি বলেছেন, আমার আর কিছু পেতে বাকি নেই। এমন কোনও সাফল্য নেই, যা অধরা। খেলাটা অনেক বদলে গিয়েছে। এখন নতুনদের আগমনের সময়।
এদিকে আন্ডারটেকারের অবসরে মন খারাপ রেসলিং অনুরাগীদের। ইতিমধ্যে বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশ ট্যাগ, থ্যাংকইউ টেকার ট্রেন্ডের তালিকায় তিনি।।