আজিজুল ইসলাম: সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করায় বেনাপোল সীমান্তে ১ জন বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। এঘটনারপর দুই দেশের বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যেমে তাকে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সুত্র থেকে জানাগেছে, সোমবার বিকাল ৩ টার দিকে আলী হোসেন নামে একজন বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। তাকে পেট্রাপোল থানায় নেয়ার সময় সে দৌড়ে বাংলাদেশে পালিয়ে আসে। এসময় দু’জন মহিলা বিএস এফ ও ২ জন পুরুষ বিএস এফ তাকে ধাওয়া করে বাংলাদেশের ৩০০ গজ ভিতরে ঢুকে পড়ে। এসময় বিজিবি সদস্যরা চৈতান্য নামে এক বি এস এফ কে আটক করে।
ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবক আলী হোসেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খোকনের ছেলে।
এ ঘটনায় বিকাল ৪.১০ এ বিজিবি ৪৯ ব্যাটালিয়ন এর বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার ও ভারতের ৬৪ বিএসএফ এর পেট্রাপোল কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে হেড কনষ্টবল শ্রী চৈতান্যকে হস্তান্তর করা হয়।
৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশে প্রবেশকারী বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যেমে ফেরত দেয়া হয়েছে।
Leave a Reply