মো.হাসমতআলী, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলার পুলিশের আয়োজনে ট্রাফিক আইন ২০১৮ এর সচেতনতা লিফলেট বিতরণের করেন কালীগঞ্জ থানার সুযোগ্য পুলিশ পরিদর্শক অফিসার ফর্হাদ মন্ডল।
(১৬নবেম্বর)২০১৯ইং লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলার
তুষভান্ডার টু চাপারহাট গামি সড়কে এসব লিফলেট বিতরন কর্মসূচি করেন। কর্মসূচি কালে কালীগঞ্জ থানার সুযোগ্য পুলিশ পরিদর্শক অফিসার ফর্হাদ মন্ডল,বলেন একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না তাই আমরা সকলে ট্রাফিক আইন মেনে চলি।
সড়ক পরিবহন আইন ২০১৮ গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ তুলে ধরেন, মটর সাইকেল চালক, বাস চালক, ট্রাক চালক, মাইক্রো, পিকআপ চালকদের প্রতি সুযোগ্য পুলিশ পরিদর্শক অফিসার ফর্হাদ মন্ডল।
উক্ত সচেতনতা মূলক লিফলেট বিতরনে আরো উপস্থিত ছিলেন এস আই তুষার কান্তি এস আই মইনুল ইসলাম,এস আই মহিদুল ইসলাম,এ এস আই সাইফুল ইসলাম,এ এস আই রুহুল আমিন ও এ এস আই মোশারফ হোসেন সহ আরো অনেকে।
Leave a Reply