রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৮:৫৫ পূর্বাহ্ন
মহিউদ্দীন চৌধুরী,বিশেষ প্রতিনিধি।। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের কাজল সর্দার ও স্বপ্না সর্দারের একমাত্র ছেলে শুভ কুমার সর্দার,যার হার্টে ছিদ্র।বেশ কিছুদিন যাবত সে অসুস্থতায় ভুগছে।বুকে ব্যাথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে,পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে,তার হার্টে একটি ছিদ্র আছে,এবং তাকে বাঁচাতে হলে জরুরী ভিত্তিতে হার্ট অপারেশন করতে হবে।তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে নিয়ে যেতে হবে।অপারেশন খরচ বাবদ প্রয়োজন আনুমানিক ৫–৬লক্ষ টাকা।কিন্তু তার দিনমজুর বাবার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়।তাই একমাত্র ছেলে শুভকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন তার পিতা ও মাতা।সহায়তা পাঠানোর
ছেলের বাবার ফোন নাম্বার +880 1840-748529
মায়ের নাম্বার 01883551139
বিকাশ নংঃ01781901025 (পার্সোনাল)