বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৮:৩০ অপরাহ্ন
জুয়েল খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ- মালদ্বীপ প্রবাসীদের প্রায় ১০ হাজার ডলার নিয়ে উধাও কুমিল্লা মুরাদনগরের ছেলে মোশাররফ বয়স (৩২) একাদিক এলাকা ও একাদিক পিতার নামের পরিচ ব্যবহার করতেন এই মোশাররফ তাই কেউ সঠিক মিতার নাম ও এলাকার নাম বলতে পারছেন না! তিনি প্রায় ৮ বছর ছিলেন মালদ্বীপেতে।
উল্লেখ্য যেঃ- মোশাররফ মালদ্বীপে অবৈধ ছিলেন তিনি চায়না কোম্পানিতে চাকরিরত অবস্থায় বিকাশের ব্যবসা ও ডলারের ব্যবসা করতেন! গত ১১ অক্টোবরে সেই কোম্পানির সকল শ্রমিকের বেতন দিয়েছিলেন কোম্পানি – সেই কোম্পানি অনেক লোকেরাই তাকে দেশে টাকা ছাড়ার জন্যে মালদ্বীভিয়ান রুপি প্রায় ১০ হাজার ডলার তাকে দিয়েছিলেন সেই দিন থেকেই মোশাররফ উধাও তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার কোম্পানি টাকা দিয়েছিলেন – অলি মোহাম্মদ, সামসুল হক, মুখলেসুর রহমান সহ আরো অনেকেই, শুধু তার কোম্পানির লোকদের কাছে থেকেই প্রায় ১০ হাজার ডলার পরিমান অর্থ হাতিয়ে নিয়ে চলে যাওয়ার সংবাদ পাওয়া গেছে! এছাড়াও কোম্পানির বাহিরেও আরো অনেক প্রবাসীদের অর্থও সে নিয়ে পালিয়ে গেছে সেই অর্থের পরিমান নিদিষ্ট করে বলা যাচ্ছেনা। কোন ব্যক্তি এই প্রতারক মোশাররফের সন্ধ্যান পেলে +৯৬০৯৭৭১৭৫ এই নাম্বারে যোগাযোগ করার ভোক্তা ভোগীরা অনুরোধ জানিয়েছেন।
প্রবাসীদের হাড় ভাঙ্গা কামাইয়ের অর্থ নিয়ে এমন অনেক প্রতারক পালিয়ে যায় কিন্তু তাদের জন্যে কোন পদক্ষেপ নেওয়া যায়না কিংবা কিছু করাই যায়না।