বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৮:১৭ অপরাহ্ন
নূর আলম নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. শহিদ (৫৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে খুন করে। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়া মেহের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই গ্রামের মৃত মমতাজ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,ওই গ্রামে দীর্ঘদিন ধরে কোমর আলী ও তার পুত্র রিপন তার লোকজন মাদক ব্যবসা করছে।
প্রবাস ফেরত শহিদ বাধা দিলেই বিরোধ সৃষ্টি হয়, এক পর্যায়ে মঙ্গলবার রাত ৮টার দিকে শহিদকে একা পেয়ে কোমর আলীর পুত্র রিপন (২২) ও তার সঙ্গীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারী কোপাতে থাকে।
এসময় তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শহিদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। শহীদের মরদেহ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
অভিযুক্ত রিপনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।