সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৩:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।।
প্রার্থী যেই হোক বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিন- এই স্লোগান নিয়ে আজ সারাদিন উজিরপুর চষে বেরিয়েছেন বরিশাল ২ (বানারিপাড়া ও উজিরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।প্রার্থী যেই হোক, নৌকায় ভোট দিন” এর প্রচারণার অংশ হিসেবে আজ উজিরপুর উপজেলার ষোলক ইউনিয়ন, জল্যা ইউনিয়ন, সাতলা ইউনিয়ন, হারতা ইউনিয়ন এবং বরাকোঠা ইউনিয়নে গনসংযোগ করেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পরিচিত ৮০ দশকের ছাত্রনেতা জহিরুল হক হলের নির্বাচিত সাবেক জিএস ও আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহসম্পাদক মোশাররফ হোসেন রাজার সহধর্মিনী সৈয়দা রুবিনা আক্তার মিরা।
এছাড়াও রুবিনা মিরা সাবেক ঢাবি ছাত্রলীগ নেত্রী, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর উপ কমিটির সাবেক সহ সম্পাদক এছারাও কেন্দ্রীয় কমিটির অনেক গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এ সময় তার সাথে উজিরপুরের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।