বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৭:৪৩ অপরাহ্ন
রেজুয়ান আলম,ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি:
মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া যেমন মানুষ বসবাস করতে পারেনা ঠিক তেমনি প্রকৃতির সৌন্দর্য ছাড়া ও কোন কাজে মন বসানো যায় না। আর মন যখন কোন কিছুতেই স্থীর থাকেনা তখনই খোলা আকাশ কে সঙ্গী করে বের হতে হয় পাহাড়, সমুদ্র কিংবা বনে।
এমনি এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বন বা উদ্যান আলতাদিঘী জাতীয় উদ্যান।
নওগাঁ জেলার ধামইরহাট থানা থেকে পূর্ব-উত্তরে দৈর্ঘ ১.২ কি:মি: প্রস্থ. ২ কি:মি: ও ৫৫.৪৬ একক আয়তন জুড়ে অবস্থিত এই দিঘী।
দিঘীর চারপাশ সারিবদ্ধ গাছের মধ্য দিয়ে এঁকে,বেঁকে চলেছে চিকন রাস্তা।
শালবনের শুঁকনো পাতার শব্দ আর সবুজে ভরা প্রকৃতি আপনার মনের সমস্ত ক্লান্তি নিমিষেই প্রশান্তিতে পরিনত করবে।
প্রকৃতিকে এমন কাছ থেকে উপভোগ করার জন্য বিভিন্ন যায়গা থেকে বন্ধু, বান্ধব,আত্বীয়,স্বজন ও স্ব-পরিবার নিয়ে আশা মানুষদের ভিড় প্রায়ই লক্ষ করা যায়।