মোঃ বাবুল হোসাইন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার কলিমজোত গ্রামের আব্দুল হামিদ তার পুত্রবধুকে জোর পূর্বক ধর্ষন করতে গিয়ে পুত্রবধু তার শ্বশুরের লিঙ্গ কেটে দিয়েছে। বর্তমান সমাজে অবক্ষয়ের প্রমাণ মেলছে প্রতিনিয়ত। যারই ধারাবাহিকতায় চলছে প্রতিনিয়ত ঘটনা। কিভাবে পিতা সমতুল্য শ্বশুড় তার নিজ পুত্রবধুর দিকেও চোখ দেয়। ভাবতেও অবাগ লাগে। সমাজে মানুষরূপী পশুদের হীন মানসিকতা দিন দিন বেড়েই চলেছে। এরথেকে বেরিয়ে আসতে না পারলে সামনে আমাদের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। বর্তমানে আব্দুল হামিদ চিকিৎসাধীন অবস্থায় আছে।
Leave a Reply